কুসিক নির্বাচন

অনেক জায়গায় ইভিএম কাজ করছে না: সাক্কু

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের ক্ষেত্রে অনেক জায়গায় ইভিএম ঠিকভাবে কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু। তবে ভোটের পরিবেশ নিয়ে তার কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন এই মেয়র প্রার্থী।

নগরীর হোচ্ছাম হায়দার কেন্দ্রে ভোট দিয়ে আজ বুধবার (১৫ জুন) সকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মনিরুল হক সাক্কু বলেন, ‘কোনো কোনো কেন্দ্রে ইভিএম মেশিন কাজ করতেছে না। আমরা কয়েকটা কেন্দ্রে গেছি। মেশিনে টিপ দিলে তো মার্কার ছবিটা উঠার কথা। টিপ দিলে ছবি উঠতেছে না। আমরা বিষয়টা জানিয়েছি।’

তিনি আরো বলেন,‘অন্য সবকিছু ঠিক আছে। ওয়েদারটা একটু খারাপ। এর লাইগা ভোটার একটু কম আইতেছে। এটা ঠিক হয়ে যাইব। আমার অন্য কোনো অভিযোগ নাই। খালি ইভিএম পদ্ধতিটা একটু ত্রুটি হইতেছে।’

ভোট বর্জনের কোনো কারণ আছে কি না সে প্রশ্নে সাক্কু বলেন, ‘আমি তো গতকালই কইছি, যুদ্ধ থেইকা তো ফিরা যাওন যায় না। রেজাল্ট লইয়াই যাইতে হইব, জয়-পরাজয় যাই হোক না কেন।’

জয়ের বিষয়ে টানা দুইবারের এই মেয়র বলেন, ‘জয়ের ব্যাপারে আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত আছি। ওয়েদারটা একটু ভালো হইলে আমার লাইগা ভালো হইত আর কি।’

উল্লেখ্য, কুমিল্লা সিটিতে ২৭টি ওয়ার্ডে ভোটার রয়েছে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে এক লাখ ১৭ হাজার ৯২ জন নারী এবং এক লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ। ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন দুজন।

সাক্কুর প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আরফানুল হক রিফাত। স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা নিজামউদ্দিন কায়সারও আছেন ভোটের মাঠে। বাকি দুই মেয়র প্রার্থী হলেন কামরুল আহসান বাবুল এবং ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //