কুসিক নির্বাচনে বৃষ্টির বাগড়া, ভোগান্তিতে ভোটাররা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ঘণ্টাখানেকের মধ্যে তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। সকাল থেকে প্রায় সব কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল মোটামুটি। কিন্তু বৃষ্টি শুরু হলে ভোগান্তিতে পড়েন ভোটাররা। 

আজ বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টায় সকল কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে হঠাৎ বৃষ্টি হওয়ায় ভোট দিতে অপেক্ষমাণ ভোটাররা কেন্দ্রের ভেতরে ঢুকে পড়েন। স্কুলের সেডগুলোতেও ঢুকে পড়তে দেখা গেছে ভোটারদের।

কুমিল্লা সরকারি সিটি কলেজ অ্যান্ড স্কুল ভোটকেন্দ্রে ৯টায় ভোটারের সারি মোটামুটি দীর্ঘ ছিল। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে ভোটাররা কেন্দ্রের মধ্যে ঢুকে পড়েন। অনেকে আবার আশ্রয় নেন স্কুলের অভিভাবক সেডে।


জাঙ্গালিয়া উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃষ্টির কারণে মাঠে পানি জমেছে। এজন্য মাঠে আড়াআড়িভাবে অবস্থান নিয়েছেন ভোটাররা। শাহেদ নামের একজন ভোটার বলেন, ভোট দিতে এসে বেকায়দায় পড়েছি। বৃষ্টিতে ভিজে গেছি।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, সকালে অনেক ভোটার ছিলেন। তবে বৃষ্টির কারণে ভোটার সংখ্যা কমে গেছে।

আজ আষাঢ়ের প্রথম দিন। আর ভোর থেকেই কুমিল্লার আকাশে মেঘ ছিল। তাই অনেকে সকাল সকাল কেন্দ্রে চলে এসেছিলেন বৃষ্টি নামার আগে ভোট দেওয়ার কাজটি সেরে নিতে। 

বৃষ্টি থামলে ১০টার পর আবার কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররা। সকাল পৌনে ১০টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্র পরিদর্শন শেষে সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলছে এ ভোটগ্রহণ। আর এবারই প্রথম ১০৫টি কেন্দ্রের সব ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা। ভোটকে কেন্দ্র করে ভোটারসহ প্রার্থীদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীই। 

অপরদিকে বহুল প্রত্যাশিত এ ভোট কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম পরীক্ষা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //