ইভিএমে মার্কা শুধু নৌকা, বুথে ঢুকতে ম্যাজিস্ট্রেটকে বাধা

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে ব্যবহৃত ইভিএমে শুধুমাত্র 'নৌকা মার্কা' দেখাচ্ছে। ১৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভোটার এমনটাই অভিযোগ করেছেন

আজ বুধবার (১৫) দুপুরে ১৯ নম্বর ওয়ার্ডের এমআই হাইস্কুল ভোট কেন্দ্রে নির্বাচন চলাকালীন এ ঘটনা ঘটে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক নেউরা এমআই হাইস্কুল ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

তবে, ওমর ফারুকের দাবি, তাকে বুথে ঢুকতে দেওয়া হয়নি।

তিনি বলেন, 'ভোটারদের অভিযোগ যাচাই করতেই এসেছি। কিন্তু আমি ভোটকেন্দ্রে ঢুকে ইভিএম কীভাবে কাজ করছে তা দেখতে চাইলে প্রিসাইডিং অফিসার আমাকে বাধা দেন। আমাকে অবিলম্বে চলে যেতে বলা হয়েছে।'

এ বিষয়ে যোগাযোগ করা হলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল আমিন বলেন, ম্যাজিস্ট্রেট ভোটকেন্দ্রের গোপন কক্ষে ঢুকতে চেয়েছিলেন।

তিনি আরও বলেন, আমি ম্যাজিস্ট্রেট স্যারকে বলেছিলাম যে "আপনি গোপন কক্ষে প্রবেশ করতে পারবেন না। এটা বৈধ নয়। এ বিষয়ে আমি আপনাকে অনুমতি দিতে পারি না।"' ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করছি সমাধান হবে,' যোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, মেশিনগুলো ঠিক আছে এবং প্রযুক্তি দল পরীক্ষা করে কোনো সমস্যা পায়নি।

ওই কেন্দ্রে গিয়ে ৩টির মধ্যে ২টি বুথে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পোলিং এজেন্ট পাওয়া যায়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //