প্রথমবারের মতো টোল দিয়ে
পদ্মা সেতু পার হলো কোনো
গাড়ি। আজ শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে টোল
দিয়ে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সংশ্লিষ্ট প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।
প্রকল্প সংশ্লিষ্ট
কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু
প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।
এবিষয়ে পদ্মা সেতু
প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু
পার হয়েছি আমরা। ১২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল
ব্যবস্থাপনা ঠিক আছে কিনা তা পরীক্ষার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যাচাই-বাছাই করে আমরা দেখেছি, সবকিছু ঠিক আছে।
এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া
ও জাজিরা প্রান্তের সবগুলো ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয়। সরাসরি
বিদ্যুৎ সংযোগের মাধ্যমে পরীক্ষামূলকভাবে সড়কবাতিগুলো জ্বালানো হয়।
পরীক্ষামূলকভাবে সবগুলো কাজ ইতোমধ্যে সফল হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতু।
পরদিন ২৬ জুন সকাল থেকে চলবে যানবাহন।
বিষয় : পদ্মা সেতু টোল
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh