কুমিল্লা সিটির ২ কাউন্সিলরসহ ৮ জন কারাগারে

কুমিল্লা সিটি করপোরেশনের দুই কাউন্সিলরসহ আটজনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। ২০১৮ সালের কুমিল্লা মুরাদনগরের বিস্ফোরক দ্রব্য মামলার হাজিরা দিতে গেলে ৪০ জনের মধ্যে আটজনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আজ মঙ্গলবার (২১ জুন) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এই আদেশ দেন। 

কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তারা হলেন- ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. একরাম হোসেন, বিষ্ণপুর মোন্সেফ কোয়ার্টার এলাকার বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, শুভপুর এলাকার বাসিন্দা ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন, দক্ষিণ চর্থা এলাকার বাসিন্দা আমির হোসেন ফয়েজী, ইসহাক মিয়ার ছেলে মো. রাসেল, মোবারক আলীর ছেলে মফিজুল ইসলাম , সুলতান আহম্মদের ছেলে মান্নান মিয়া, শুভপুর এলাকার আ. অহিদের ছেলে নজির আহমেদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //