রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কাপ্তাই হ্রদে নিখোঁজ এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) সকাল ৯টার দিকে মো. নুরুল আলম (৮০) নামের এই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান।
তিনি জানান, গত বৃহস্পতিবার মো. নুরুল আলম নামের ওই বৃদ্ধ ব্যক্তি প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বের হয়ে নিখোঁজ হয়ে যান। বিকালের মধ্যে বাসায় ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে ওই বৃদ্ধের নৌকা ও ঘাসকাটার কাঁচি পাওয়া গেলেও উনাকে পাওয়া যায়নি। পরে আজ শুক্রবার সকালে বড়ঘোনা নামক এলাকার কাপ্তাই হ্রদ থেকে থেকে ওই বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নুরুল আলম উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের নতুনবাজার বাঁশকেন্দ্র এলাকায় বসবাস করে আসছিল। স্থানীয়দের ধারণা, ঘাস কাটার সময় মাথা ঘুরে কিংবা হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়ে বৃদ্ধের মৃত্যু হতে পারে।
এদিকে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয় : রাঙ্গামাটি মৃতদেহ উদ্ধার কাপ্তাই হ্রদ
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh