পঞ্চগড়ে ২৪ ঘন্টায় ৩০৩ মিমি বৃষ্টিপাত রেকর্ড, নিম্নাঞ্চল প্লাবিত

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে গত ২৪ ঘন্টায় ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জেলার ৩৩টি নদ-নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। 

এদিকে টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে বিপাকে পড়েছে জেলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।

গত সোমবার (২৭ জুন) সন্ধ্যা ৬টা থেকে গতকাল মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত তেঁতুলিয়া উপজেলায় ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, লাগাতার ভারী বর্ষণে অনেক স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে কৃষি জমি, বসতবাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

তেঁতুলিয়া উপজেলার দেবনগড় দাফাদার পাড়া এলাকার আবু হাসান জানান, টানা ভারী বর্ষণে বাড়ির চারপাশে পানি জমে গেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় যাতায়াতের একমাত্র রাস্তাটিও তলিয়ে গেছে।

ভজনপুর এলাকার দিনমুজুর আব্দুল হায় জানান, সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় কাজে যেতে পারিনি। খুব সমস্যায় পড়তে হয়েছে।

এদিকে পঞ্চগড়ের জনগদ, গোয়ালঝাড়, তেঁতুলিয়ার ভজনপুর, শালবাহান রোডসহ বিভিন্ন এলাকায় অতি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশপাশি রাস্তার সংযোগ ভেঙ্গে গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ জানান, এই সময়ে মৌসুমি বায়ু বেশি সময় ধরে সক্রিয় থাকছে। অপরদিকে বঙ্গোপসাগরের উপরে জমে থাকা মেঘ দেশের উত্তরবঙ্গে ছড়িয়ে পড়ে হিমালয়ের কাছাকাছি এসে ভারি বৃষ্টিতে রূপ নেয়। তাই এই বৃষ্টিপাত ভারত থেকে দেশের পঞ্চগড় জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। গত কয়েকদিন এ জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।  


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //