পাটুরিয়া-দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের স্রোত

পরিবার-পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ঘরমুখো মানুষের স্রোতের কারণে অনেক চাপ বেড়েছে। তবে তারা স্বস্তিতেই পদ্মা নদী পার হচ্ছেন। 

পদ্মা সেতু চালু হওয়ায় ফেরিঘাটে আগের মতো ভোগান্তি নেই। পাটুরিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া ঘাটে ছেড়ে আসছে ফেরি। তবে যানবাহনের তুলনায় যাত্রী বেশি পার হচ্ছেন।

আজ শুক্রবার (৮ জুলাই) সকাল ১০টায় দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটে দেখা যায়, পাটুরিয়া ঘাট থেকে ইউটিলিটি (ছোট) ফেরিতে দুটি ট্রাক, তিনটি বাস ও কয়েকশ' যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসে একটি ফেরি। ঘাটপ্রান্তে ঢাকামুখী কোনো যানবাহনের সারি নেই। নদী পারে কোনো গাড়িকে দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে না। তবে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রীর চাপ রয়েছে।

ফেরি থেকে নেমে পন্টুনে আসা কুষ্টিয়াগামী মোটরসাইকেল আরোহী সালমান আহম্মেদ বলেন, ‘সড়কে কোথাও কোনও বাধার সম্মুখীন হইনি। মাঝে মাঝে মহাসড়কে একটু যানজটে পড়তে হয়েছে। তবে মোটরসাইকেলে আসার কারণে দ্রুত আসতে পেরেছি।’ 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, আগামী রবিবার (১০ জুলাই) ঈদ। তাই আজ সকাল থেকেই ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। ভোগান্তি কমানোর চেষ্টা চলছে। বর্তমানে এই নৌপথে ২১টি ফেরির মধ্যে ১৯টি ছোট-বড় ফেরি চলাচল করছে। বাকি দুটি ফেরি পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে মেরামতে রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //