ফ্লাইওভারে মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারে মোটরসাইকেল-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত এবং চার জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উড়ালসড়কের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মানিকগঞ্জের বাসিন্দা রাজু মিয়া (৩০), রংপুরের বাসিন্দা মোটরসাইকেল চালক শাহীন (৩২) এবং তার বন্ধু শামীম (৩১)। আহতদের মধ্যে রয়েছে রাজুর আড়াই বছর বয়সী মেয়ে রাইসা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, হতাহতরা মোটসাইকেলযোগে উল্টো পথে ফ্লাইওভার দিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিলেন। নতুন বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সে সময় ফ্লাইওভারের ওপর থেকে শাহীন ও শামীম ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। রাজু ও তার মেয়ে রাইসা আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পোশাকশ্রমিক শাহীন, শামীম ও রাজুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আড়াই বছরের রাইসাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //