‘অস্বাভাবিক জোয়ারে’ হাতিয়ার নিঝুম দ্বীপের ৬টি গ্রাম প্লাবিত

পূর্ণিমার কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। 

প্লাবিত গ্রামগুলো হচ্ছে, ইসলামপুর গ্রাম, মদিনা গ্রাম, আদর্শ গ্রাম, মোল্লা গ্রাম, মুন্সি গ্রাম ও বান্দাখালী গ্রাম।

গতকাল রবিবার (১৭ জুলাই) দুপুরে জোয়ারের পানি ঢুকে পড়ায় নিঝুম দ্বীপে বন্দরটিলা ঘাট-নামারবাজার প্রধান সড়কটি তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। 

সরেজমিনে দেখা গেছে, প্লাবিত গ্রামগুলোর প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। এ কারণে ক্ষতিগ্রস্ত এলাকার সাথে সবরকম যোগাযোগব্যবস্থা বন্ধ হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত অঞ্চলের বাড়িগুলোতেও পানি ঢুকে পড়ছে। বেড়িবাঁধ না থাকায় সহজে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুম দ্বীপ।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মো. দিনাজ উদ্দিন জানান, গত দুদিন ধরে প্রতিদিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের কারণে পানি ঢুকতে শুরু করে নিঝুম দ্বীপের ৬টি গ্রামে। গতকাল রবিবার বিকেলে ৪টা থেকে ৫টার মধ্যে পুনরায় পানি নামতে শুরু করে। জোয়ারের পানিতে নিম্নাঞ্চলগুলো তিন থেকে পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যায়।

চেয়ারম্যান আরো জানায়, নিঝুম দ্বীপ ইউনিয়নের প্লাবিত ছয়টি গ্রামে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করেন। ইউনিয়নটি সাগরের একবারে কাছে হলেও নেই কোনো বেড়িবাঁধ। যার ফলে জোয়ারের সময় চারদিক দিয়ে একসাথে সবদিক থেকে এ ইউনিয়নে পানি প্রবেশ করতে শুরু করে। জোয়ারের পানিতে ছোট-বড় অন্তত ৫০টি মাছের খামার ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা ঘরবাড়ি, জোয়ারের পানির টানে অনেক বাড়ির কাঁচা ঘরের ভিটে ভেঙে পড়েছে।  

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম হোসেন জানান, নিঝুম দ্বীপসহ হাতিয়ার নিম্নাঞ্চলের কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। নিঝুম দ্বীপের চেয়ারম্যানকে পানিতে ক্ষতিগ্রস্ত লোকজন ও সড়কগুলোর তালিকা করার জন্য বলা হয়েছে।  

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //