চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট লিংক রোডে ট্রলির চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
আজ শনিবার (২৩ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ফাতিহা জেহান জেবা (১৯)। তিনি নগরীর নাছিরাবাদ মহিলা কলেজের ছাত্রী। তিনি সীতাকুণ্ড থানার কালু শাহ মাজার ফৌজদার বাড়ির মো. ফারুকের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে লিংক রোড দিয়ে বাবার সাথে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন ফাতিহা জেহান। এসময় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন ফাতিহা জেহান। এতে তার বাবাও কিছুটা আহত হন। দুর্ঘটনার পরপরই গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তৌহিদ। তিনি বলেন, ‘নিহত জেবাকে নিয়ে তার বাবা কলেজে যাচ্ছিলেন মোটরসাইকেল করে। জেবা একটি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনার ঘাতক গাড়ি আটকের চেষ্টা চলছে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা নিহত
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh