কক্সবাজার শহরের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে নিবন্ধন করা সিম বিক্রি চক্রের প্রধানসহ পাঁচজনকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে দুই শতাধিক অবৈধ সিম ও নিবন্ধনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ রবিবার (২৪ জুলাই) দুপুরে ব্রিফিংকালে এসব তথ্য জানান কক্সবাজার র্যাব-১৫ এর সিপিএসসি কমান্ডার এএসপি জামিলুল হক।
র্যাব জানায়, জয় বিশ্বাসের নেতৃত্বে চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের এনআইডি ব্যবহার করে অবৈধভাবে নিবন্ধন করা সিমগুলো রোহিঙ্গাদের হাতে তুলে দেয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শহরের বিভিন্ন স্থান অভিযান চালিয়ে এ চক্রের প্রধান হোতা জয় এবং তার সহযোগী জাহিদ, ইলিয়াছ, ফারুক ও সুজনকে আটক করা হয়েছে। চক্রের সাথে আরো কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানান এএসপি জামিলুল হক।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh