দশ পিস স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোলে সীমান্তে ১০ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ হাসানুজ্জামান (২২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার (২ আগস্ট)  খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি একটি দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে তাকে আটক করে।

আটক পাচারকারী বেনাপোলের পুটখালী গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

এ ব্যাপারে ২১ বিজিবি ব্যাটালিয়নের লে: কর্ণেল তানভীর আহম্মেদ (পিএসসি) জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায় পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি অভিযানিক দল জামতলাগামী পাকা রাস্তার ভাগারিখা মোড় থেকে ১০টি স্বর্ণের বার ও ১টি মোটর সাইকেলসহ  হাসানুজ্জামান আটক করে।

এ সময় তার কাছ থেকে ১০ পিস স্বর্ণের বারসহ (১ কেজি ১০৮ গ্রাম) একটি মোটর সাইকেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৮৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে। 

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //