নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ০৫:৫৯ পিএম
আপডেট: ০৬ আগস্ট ২০২২, ০৬:০১ পিএম
জ্বালানি তেলের দাম বাড়ায় নেত্রকোনার সব সড়কে বাসের যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। অর্ধেকের নিচে নেমে এসেছে চলাচলরত বাসের সংখ্যা। এদিকে বাসের বিকল্প হিসেবে ট্রেন, সিএনজিসহ অন্যান্য গণপরিবহনের ওপর চাপ বাড়ছে।
এদিকে নেত্রকোনার বাস মালিক সমিতির নেতারা জানিয়েছেন, সরকার এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় তারা কোনো বাস ভাড়া বাড়ানোর ঘােষণা দেননি। তবে চালক ও শ্রমিকরা রুটে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেশি নিচ্ছে।
আজ শনিবার (৬ আগস্ট) দুপুরে সরেজমিনে নেত্রকোনা আন্তঃজেলা বাসস্ট্যান্ড, রাজুরবাজার বাসস্ট্যান্ড ও বনােয়াপাড়া বাসস্ট্যান্ড গিয়ে বাস ভাড়া বৃদ্ধির প্রমাণ মিলেছে।
আন্তঃজেলা বাসস্ট্যান্ড নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের কাউন্টারে গিয়ে দেখা গেছ, টিকিট বিক্রেতা জুয়েল মিয়া পূর্ব নির্ধারিত ৬৫ টাকার পরিবর্তে ৮০ টাকা করে টিকিটি বিক্রি করছেন।
অন্যদিকে নেত্রকোনা-ঢাকা সড়কের কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে ৩০০ টাকার পরিবর্তে ৩৫০ টাকায়।
এছাড়া রাজুরবাজার বাসস্ট্যান্ড নেত্রকোনা-মােহনগঞ্জ ও নেত্রকোনা-কলমাকান্দা সড়কের এবং বনােয়াপাড়া বাসস্ট্যান্ড নেত্রকোনা-মদন সড়কের বাসভাড়া বেশি নেয়া হচ্ছে ১০ থেকে ১৫ টাকা করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নেত্রকোনা জ্বালানি তেল গণপরিবহন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh