জ্বালানি তেলের বাড়তি দাম কৃষিতে কোনো প্রভাব ফেলবে না: কৃষিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের হাতে বিকল্প আর কোনো উপায় ছিল না। তবে তেলের বাড়তি দাম কৃষিতে কোনো প্রভাব ফেলবে না। সরকার কৃষকদের জন্য ভর্তুকির কথা ভাবছে। কিন্তু বিরোধী দল বিষয়টি না বুঝেই সরকারের বিরুদ্ধে এখন অপপ্রচারে নেমেছে।

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক আজ রবিবার (৭ আগস্ট) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে বিদ্যমান শস্য বিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেলের রিজার্ভ আছে। তবে বিশ্বে চলমান অস্থিরতা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হলে দেশে তার প্রভাব পড়বে।’

কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও রপ্তানিযোগ্য করার বিষয়ে তিনি বলেন, ‘পূর্বাঞ্চলে একটি আধুনিক হিমাগার ও প্যাকেজিং করখানা চালু করা হবে।’

মন্ত্রী বলেন, ‘তেলের দাম বৃদ্ধিতে দেশের চলমান মেগা প্রকল্পগুলো কিছুটা ধীরগতি হতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে, দেশের বাজারেও কমে আসবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইব্রাহিম।

এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের ধান গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক শাহাজাহান কবির। অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, যুবলীগ নেতা চিত্ত রঞ্জন ভৌমিকসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //