ঠাকুরগাঁওয়ে নাচে-গানে আদিবাসী দিবস উদযাপন

ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ঠাকুরগাঁও নারী ঐক্য উন্নয়ন সংঘের আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসের শুরুতেই পৌর শহরের গোবিন্দ নগর ওরাওপাড়া নিজস্ব কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

নারী ঐক্য উন্নয়ন সংঘ’র নির্বাহী পরিচালক দীপালী খালকো দীপার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খুকু খালকো, সহ-সাধারণ সম্পাদক সাথী আক্তার, সাংগঠনিক সম্পাদক ব্রিজিতা তীরকিসহ অন্যান্যরা।

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের র‌্যালি। ছবি: ঠাকুরগাঁও প্রতিনিধি

র‍্যালি শেষে ওরাওপাড়ার নারী পুরুষেরা নাচে ও গানে মেতে ওঠেন। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় উৎসবের আমেজ আরো বাড়িয়ে তোলে।

নারীরা রঙ বেরঙের শাড়ি পড়ে বাদ্যের তালে তালে বিভিন্ন নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের মানুষ ছুটে আসেন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে প্রতিটি গ্রামের আদিবাসী নারীরা একত্রিত হয়ে নাচে গানে মিলিত হন।

এছাড়াও আদিবাসী বেশ কয়েকটি সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //