অপসাংবাদিকতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ঢাকার সাভারে অপসাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষকে ব্ল্যাইকমেইল, ফেসবুকে অপপ্রচার ও হয়রানিসহ নানা অভিযোগ তুলে রেহাই পেতে একটি গ্রামের প্রায় হাজারো মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ শুক্রবার (১২ আগস্ট) বিকেলে আশুলিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় পাথালিয়া ইউনিয়নবাসী।

এসময় মুক্তিযোদ্ধা, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামীলীগ নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন। এর আগে সড়কে বিক্ষোভ মিছিলে অংশ নেয় তারা।

মানববন্ধনে আশুলিয়া থানা কৃষকলীগের সহ-সভাপতি হাজী আব্দুল লতিফ বলেন, সম্প্রতি সাংবাদিকতার নামে কিছু ব্যক্তি নিজেদের অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নানা ভাবে মানুষকে হয়রানি করছে। সোস্যাল মাধ্যমে টার্গেট করা ব্যক্তিদের নামে প্রপাগাণ্ডা ছড়িয়ে অর্থ দাবি করছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হলেও ভয়ে মুখ খুলতে চায় না কেউই। আমাদের গ্রামসহ সাভারের  অনেক এলাকার মানুষ এই অপসাংবাদিকদের ব্ল্যাকমেইলের শিকার। আমরা এদের কাছ থেকে পরিত্রাণ পেতে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

পাথালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন বলেন, মহান সাংবাদিকতা পেশাকে আমরা শ্রদ্ধা করি। এই সুযোগ নিয়েই কিছু অসৎ লোক মহান এই পেশাকে কলঙ্কৃত করছে। সম্প্রতি দুটি পত্রিকার সাংবাদিক আমাদের ওয়ার্ডের মেম্বার সফিউল আলম সোহাগকে নিয়ে ফেসবুকে নানা অপপ্রচার চালিয়েছে। ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মাদক কারবারি এক পরিবারের মাধ্যমে থানায় মামলা দায়ের করিয়েছে। বর্তমানে কারাভোগকারী সেই জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তি চাই।

তিনি আরো বলেন, বিশেষ করে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরাই এসব অপসাংবাদিকদের টার্গেটের শিকার হয়ে হয়রানি হচ্ছেন। আমরা তাদের বিচার চাই।

আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএ শামীম বলেন, আমার ভাই সোহাগের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে মাদক কারবারে জড়িত একটি পরিবার। ওই পরিবারের পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে প্রায় দেড় ডজন মাদক মামলা রয়েছে। আর তাদের প্রতিনিধিত্ব করছেন দুজন নামধারী সাংবাদিক। যারা বরাবরাই মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেন। আমি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //