কর্মকর্তাকে নিয়ে নৌ-বিহারে ব্রাহ্মণবাড়িয়ার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

স্কুল ও অফিস ফেলে নৌ-বিহারে মজে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রাথমিক শিক্ষকরা। আর এই আয়োজনের মধ্যমণি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম। 

সপ্তাহের দুইদিন ছুটি কাটানোর পর আজ রবিবার (২৮ আগস্ট) এই নৌ-বিহারে চলে যান তারা। 

কিশোরগঞ্জের মিঠামইনে নৌ-ভ্রমণের আয়োজন করা হয়। এজন্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ তার সঙ্গী শিক্ষকদের সবাই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রায় ৫০ জন শিক্ষকের একটি দল এই নৌ-ভ্রমণে যোগ দেন বলে সূত্র জানায়। 

সকালে আশুগঞ্জ থেকে তারা নৌকা নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে যাত্রা করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে খোঁজ নিলে জানানো হয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশুগঞ্জে স্কুল পরিদর্শনে গেছেন। 

বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমকে সাংবাদিকরা ফোন করলে তিনি জানান, আশুগঞ্জে কাজ শেষ করে বেলা ১১ টায় তিনি শিক্ষকদের অনুরোধে এই নৌকা ভ্রমণে যোগ দেন। পৌর আদর্শের শিক্ষক মনির হোসেন এই আয়োজন করেছেন বলেও জানান তিনি। 

বিকেল সাড়ে ৫ টায় কথা বলার সময় কিশোরগঞ্জের অষ্টগ্রাম অবস্থান করছেন বলে জানান তিনি। 

নিজেদের ফেসবুকে ছবি পোস্ট করে শিক্ষকরা লিখেন, কিশোরগঞ্জের মিঠামইনের উদ্দেশ্যে নৌকায় চলমান আমাদের ভ্রমণ পিপাসু দল। 

কেউ লিখেন, মিঠামইনের উদ্দেশ্যে শ্রদ্ধেয় ডিপিইও স্যারের সাথে চলমান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //