সারাদেশে ৩০ টাকায় মিলছে চাল

সারাদেশে ভর্তুকিমূল্যে আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চাল বিক্রি কার্যক্রমে শুরু হয়েছে। সারাদেশের ৮১১টি কেন্দ্রে ডিলারের মাধ্যমে চলমান ওএমএস কার্যক্রম আরো সম্প্রসারিত করে দুই হাজার ৩৬৩টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে।

ওএমএসের আওতায় এবার ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারের কাছে চাল ও আটা বিক্রির পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী তিনমাস এই কার্যক্রম চলবে।

খাদ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, সারাদেশে দুই হাজার ৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে বিক্রি করা হবে ওএমএসের চাল। এর মধ্যে ৪০৩টি কেন্দ্রে বিক্রি হবে আটাও।

এছাড়াও টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা ওএমএস কেন্দ্রে গিয়ে নির্ধারিত পরিমাণ চাল কিনতে পারবেন। প্রতি কেজি চাল বিক্রি হবে ১৫ টাকা দরে। আর প্রতি কেজি আটার জন্য পরিশোধ করতে হবে ১৮ টাকা।

প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে টিসিবি কার্ডধারীরা ওএমএসের মতো ন্যায্যমূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। সে পরিপ্রেক্ষিতে ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //