বরিশালে ১০৫ মণ পলিথিন জব্দ

বরিশালে ১০৫ ম পলিথিন জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর পলাশপুরের একটি গোডাউন থেকে এই পলিথিন জব্দ করে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

বরিশালে বিগত দিনে একসাথে এতো পরিমাণ পলিথিন জব্দ হয়নি। জব্দকৃত পলিথিনের বাজার মূল্য ৬ লাখেরও বেশি।

এ ঘটনায় পলিথিন মালিক আক্কাস হাওলাদারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পলাশপুরের ৩নং গলির একটি গোডাউনে অভিযান চালানো হয়। এসময় এই পলিথিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট না‌হিদুর রহমান বলেন, পলিথিন জব্দের পর ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরবর্তীতে সব প্রক্রিয়া শেষে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।

বরিশাল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, জব্দ হওয়া পলিথিনের মালিক আক্কাস হাওলাদার একজন ভ্রাম্যমাণ বিক্রেতা। তার কোনো দোকান নেই। মোটরসাইকেলে করে তিনি দোকানে দোকানে গিয়ে পলিথিন বিক্রি করেন। নগরী ও নগরীর বাইরে পলিথিন সরবরাহ করে থাকেন আক্কাস।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //