গারো পাহাড়ে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে এবং দক্ষ জনশক্তি তৈরিতে শেরপুরের ঝিনাইগাতীতে যুব উন্নয়ন অধিদপ্তর ভ্রাম্যমাণ বাসে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এবং ১ মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে।

গত রবিবার (৪ আগস্ট) দুপরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস (ট্রেকাব -২য় পর্যায়)’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। 

এদিকে এ ভ্রাম্যমান গাড়িতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স চালু হওয়ায় জেলার সীমান্তবর্তী গারো পাহাড় এলাকার বেকার যুবকদের মধ্যে আশার আলো জ্বলতে শুরু করেছে। সেই সাথে পিছিয়ে পড়া পাহাড়ি এলাকায় তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হওয়াসহ তাদের আয়ের পথ খোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।

শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম কাউসার, মো. তোফাজ্জল হোসেন, মৎস্য প্রশিক্ষক মো. ছাইদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম এবং রাকিবুল ইসলাম প্রমুখ। 

মৎস্য চাষে ২৫ জন এবং কম্পিউটার ট্রেনিংয়ে পুরুষ ২০ জন ও নারী ২০ জনসহ মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //