বন্যায় ক্ষতিগ্রস্ত

সিলেটে সড়ক মেরামতে ৬৩৫ কোটি টাকার ৩১ প্রকল্প অনুমোদন

সাম্প্রতিক বন্যায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), সিলেট বিভাগের ক্ষতিগ্রস্ত বিভিন্ন সড়ক মেরামত ও পুনর্বাসনে ৬৩৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকার ৩১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এ বি এম আমিন উল্যাহ নূরীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত প্রকল্পগুলো অনুমোদিত হয়।

সিলেটের সওজ বিভাগ জানায়, জেলার বহুল আলোচিত শেওলা-সুতারকান্দি সড়ক; গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়ক; রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা-বিয়ানীবাজার-শেওলা-চারখাই সড়কের বিভিন্ন অংশ; বীর মুক্তিযোদ্ধা কমান্ড্যান্ট মানিক চৌধুরী সড়ক; শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ-নবীগঞ্জ- শেরপুর (আউশকান্দি) সড়ক; ঢাকা (কাঁচপুর)-ভৈরব-জগদীশপুর-শায়েস্তাগঞ্জ-সিলেট-তামাবিল-জাফলং সড়কের বিভিন্ন অংশ; সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন অংশ; হবিগঞ্জ-বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ-শাল্লা সড়ক।

এছাড়া সিলেট-গোলাপগঞ্জ-চারখাই-জকিগঞ্জ সড়ক; মদনপুর-দিরাই-শাল্লা সড়ক; জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক; সুনামগঞ্জ- দোয়ারাবাজার সড়ক; বানিয়াচঙ্গ-নবীগঞ্জ সড়ক; কুলাউড়া-ব্রাক্ষণবাজার ফেঞ্চুগঞ্জ উপজেলা সংযোগ সড়ক; জুড়ি-ক্লিভডন কুলাউড়া সড়ক এবং কুলাউড়া গাজীপুর-জুড়ী-সাগরনাল উপজেলা সংযোগ সড়ক।

অন্যদিকে দরবস্ত-কানাইঘাট-শাহবাগ সড়ক; সুনামগঞ্জ-কাচিরগাতি-বিশ্বম্ভরপুর সড়ক; পাগলা-জগন্নাথপুর-রাণীগঞ্জ-আউশকান্দি সড়ক; সারী-গোয়াইনঘাট সড়ক; রশিদপুর-বিশ্বনাথ-রাশপাশা-লামাকাজি সড়ক; নিয়ামতপুর-তাহিরপুর সড়ক; কোম্পানীগঞ্জ-ছাতক সড়ক; 

আরেকদিকে ভাদেশ্বর-মিরগঞ্জ-মানিককোনা-ফেঞ্চুগঞ্জ সড়ক; দাউদাবাদ-দাউদপুর-ভাদেশ্বর (ঢাকা দক্ষিণ) সড়ক; জুড়ি-লাঠিটিলা সড়ক; বড়লেখা-শাহবাজপুর-লাতু সড়ক এবং চুনারুঘাট-আসামপাড়া-গাজিপুর ইউপি বাল্লা বিজিবি ক্যাম্প রোড সংস্কার ও পুনর্বাসন।

প্রসঙ্গত, চলতি বছর বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত সড়ক ও সড়কাংশসমূহ ২০২২-২০২৩ অর্থ বছরে পিএমপি (সড়ক-মেজর) কর্মসূচিতে অসন্তর্ভুক্তির মাধ্যমে জরুরি মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে মাঠ পর্যায়ের প্রকৌশলীরা অধিকতর যাচাই বাছাই করে প্রাক্কলন প্রস্তুত করেন।

সওজের প্রধান প্রকৌশলীর মাধ্যমে এ প্রাক্কলন সড়ক ও মহাসড়ক বিভাগে প্রেরণের করা হয়। যার ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ৬ লাখ ৯৫ হাজার টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //