মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে স্থলমাইন বিস্ফোরণে অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর)  দুপুরে ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া সীমান্ত পিলার বিপি-৩৫ সংলগ্ন ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া এলাকার অং কিউ থাইং তঞ্চঙ্গ্যার ছেলে।

স্থানীয়রা জানান, ঘুমধুম ইউপির ৩ নম্বর ওয়ার্ডের তুমব্রু হেডম্যানপাড়া মিয়ানমার সীমান্ত এলাকা। স্থানীয়রা গবাদি পশু চারণা করার অনেক সময় গবাদি পশু সীমান্তের ওপারে চলে যায়। ফলে পশুগুলো ফিরিয়ে আনতে সীমান্তের ওপারে যেতে হয়। আজও অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) গরু চারণ করার সময় তার পালিত গরু সীমান্ত অতিক্রম করে ওপারে চলে গেলে তা ফিরিয়ে আনতে গেলে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে অংঞাথোয়াইং তঞ্চঙ্গ্যার বাম পায়ের গোড়ালিসহ পায়ের পাতা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘুমধুম ইউপির ৫নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, সীমান্ত থেকে গরু আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরিত হয়ে তুমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা (২২) নামে একজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তিনি আরো বলেন, মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হয়ে প্রতি বছর এ ধরণের ঘটনা ঘটে থাকে।

ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ সত্যতা নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের ৩৫নম্বর পিলার এলাকায় মাইন বিস্ফোরণে তুমব্রু হেডম্যানপাড়ার অংঞাথোয়াই তঞ্চঙ্গ্যা নামে এক বাংলাদেশি আহত হয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //