মধুমতির ভাঙনে হারিয়ে যাচ্ছে আবাদি জমি-বসতভিটা

গোপালগঞ্জে মধুমতি নদীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ফলে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতভিটা-আবাদি জমি। গত এক সপ্তাহ ধরে ৫ শ’ মিটার নদী ভাঙনে ১৮টি বসতবাড়ি, অরেনক গাছপালা ও ফসলি জমি নদীতে হারিয়ে গেছে। ফলে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালী গ্রামের ডুবশী, মোল্লাপাড়া এবং ধলইতলা এলাকার মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড ১০ হাজার বালুর বস্তা ফেলে নদী ভাঙন ঠেকানোর উদ্যোগ নিয়েছে। এছাড়া জেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ ১৮টি পরিবারকে নগদ ২ লাখ ৫২ হাজার টাকা, পরিবার প্রতি ৩০ কেজি চাল ও ২৪ বাণ্ডেল ঢেউটিন, শিশু খাদ্য, গো- খাদ্য ও শুকনো খাবার বিতরণ করেছেন।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফসহ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইছাখালী গ্রামের ডুবশী মোল্লাপাড়া এলাকার বাসিন্দা হাজী আব্দুল কাফি মোল্লা (৭২) বলেন, আমার বড় একটি বসতঘর, ১০ বিঘা জমি ও স্যালো মেশিন নদীতে বিলীন হয়েছে। ক্ষতি হয়েছে প্রায় ২ কোটি টাকার। ডিসি ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের সহায়তা ও সান্তনা দিয়েছেন। তিনি নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছেন। আমাদের দাবী স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা হোক।

জালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান এফ এম মারুফ রেজা বলেন, আমার ইউনিয়নের ইছাখালী, ডুবশী ও ধলইতলায় গ্রামের প্রায় ৫শ’ মিটার এলাকা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮টি পরিবার বসতঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন। জেলা প্রশাসনের কাছে আমরা এখানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেছি।

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আপতত নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দিয়েছি। শিগগিরই স্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়া হবে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে নগদ টাকা, ঢেউ টিন ও চাল দিয়ে সহায়তা করা হয়েছে।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুর রহমান বলেন, ইছাখালী গ্রামের ডুবশী মোল্লাপাড়া চরে নদী ভাঙন প্রতিরোধে ১০ হাজার বালুর বস্তা ফেলানো হয়েছে। ব্যাগে বালু ভরার কাজ চলছে। এগুলো গণনা করে নদীতে ফেলা হবে। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করতে জেলা প্রশাসকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //