পুঠিয়ায় নকল ইলেকট্রিক পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সনি ও  ফিলিপসসহ নামিদামি ব্র্যান্ডের নকল ইলেকট্রিক পণ্য তৈরির অপরাধে ‘টেলিভিউ ইলেকট্রনিক্স’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আরো দুটি কসমেটিকস কারখানাকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বানেশ্বর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ জরিমানা করেন। র‌্যাব-৫ এর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।


‘টেলিভিউ ইলেকট্রনিক্স’ ছাড়াও বানেশ্বর বাজারে অবস্থিত ম্যাডোনা কসমেটিকস ও ইউসুফ কসমেটিকস নামের আরো দুটি কসমেটিকস কারখানাকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ম্যাডোনা কসমেটিকস হালাল পণ্যের মিথ্যা বিজ্ঞাপন প্রচার করলেও তার সনদ দেখাতে পারেনি। এছাড়াও রং ফর্সা করা এবং ৮ ধরণের মেছতা দূর করার বিজ্ঞাপন প্রচার করলেও এই সংক্রান্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণপত্র তারা দেখাতে পারেনি ফলে প্রাতষ্ঠানটিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

হাসান-আল-মারুফ বলেন, নিয়মিত তদারকির অংশ হিসেবে মিথ্যা বিজ্ঞাপন প্রচার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা, নকল পন্য উৎপাদন ও বাজারজাত করায় তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //