সাংবাদিকদের চীনা রাষ্ট্রদূত

মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে অপার সম্ভাবনা দেখবে তিস্তাপাড়ের মানুষ

বন্যার কারণে প্রতি বছর তিস্তা পাড়ের হাজার হাজার মানুষের ঘর-বাড়িসহ আবাদি জমি  বিলীন হয় নদী গর্ভে। সর্বস্বান্ত হয় তিস্তা পাড়ের মানুষ। তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তা পাড়ের মানুষে অপার সম্ভাবনা দেখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জি‌মিং।

আজ রবিবার (৯ অক্টোবর) দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ ও নীলফামারীর কমান্ড এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান। 

তিনি আরো বলেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে সবদিক দিয়ে পরিবর্তন ঘটবে। এই এলাকার মানুষের জীবন মান উন্নয়ন, অর্থনীতি, প্রকৃতি ও পরিবেশ যোগাযোগ ব্যবস্থাসহ সর্বপরি মানুষের প্রতিটি ক্ষেত্রের। প্রকল্প বাস্তবায়নে ব্যারেজ এলাকার সম্ভাব্যতা যাচাই চলছে এবং দুই দেশের সরকারের প্রচেষ্টায় দ্রুত কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, তিস্তা পাড়ের মানুষগুলো কি চান সেটা আগে লক্ষ্য করা হচ্ছে। যেহেতু তিস্তা আন্তর্জাতিক নদী সেই কারণে লাভ ও ক্ষতি কি রকম হচ্ছে সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে।


এসময় সাথে ছিলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রচেষ্টায় আলোর মুখ দেখছে। তিস্তাকে নিয়ে চীনা রাষ্ট্রদূত লি জিমিংকে দেখে মনে হলো তার মনোভাব পজিটিভ। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সু-খবর পাবো। তিস্তা পরিদর্শন করে তিনি অনেক খুশি হয়েছেন।

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ড রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আনোয়ারুল হক ভূঁইয়া, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবো ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী আশফাউদৌলা প্রিন্স, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //