ঘূর্ণিঝড় সিত্রাং: কক্সবাজার মেরিন ড্রাইভে ভাঙন

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সমুদ্রের জোয়ারের ঢেউয়ের আঘাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভাঙন দেখা দিয়েছে। টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়ার শ্মশান এলাকায় মেরিন ড্রাইভের দুই অংশে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে এ ভাঙন দেখা দেয়।

টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সোমবার রাতে ভাঙন দেখা দেয়।  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি ছিল। ফলে সোমবার রাতে জোয়ারের সময় ঢেউয়ের আঘাতে সাবরাং ইউনিয়নের বাহারছড়ার শ্মশান এলাকায় মেরিন ড্রাইভের দুটি অংশে ভাঙন সৃষ্টি হয়েছে। সেখানে সড়কের ৬ থেকে ৭ হাত সমপরিমাণ অংশ ভেঙে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


এদিকে, টেকনাফ ছাড়াও পর্যটন এলাকা উখিয়ার পাটুয়ারটেক মেরিন ড্রাইভ সড়কেও ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে পাটুয়ারটেক এলাকায় রক্ষা বাঁধ দিতে হবে। না হলে মেরিন ড্রাইভ সড়ক রক্ষা করা কঠিন হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //