কৃষি প্রণোদনা পাবেন টাঙ্গাইলের ৫০ হাজার কৃষক

টাঙ্গাইলে চলতি মৌসুমে দফায় দফায় বন্যা ও বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারে সে লক্ষ্যে জেলার ১২ উপজেলায় এবার কৃষি প্রণোদনা পাবেন প্রায় ৫০ হাজার কৃষক। 

প্রণোদনার মধ্য রয়েছে- ভুট্টা, গম, সূর্যমুখী, সরিষা, খেসারি কালাই ও মসুর ডাল বীজ। এগুলো ছাড়াও বসত- ভিটায় পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও বিভিন্ন ধরণের সবজি বীজ প্রণোদনা হিসেবে পাবেন।

জানা যায়, জেলার ১২টি উপজেলায় বন্যায় ও বৃষ্টিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভূঞাপুর ও টাঙ্গাইল সদর উপজেলার যমুনা চরাঞ্চলের কৃষকরা বেশি ক্ষতির মুখে পড়ে। চলতি মৌসুমে বন্যায় সকল ধরণের রবি ফসল নষ্ট হয়ে গেছে। মাসখানেক আগে মাশকালাই, বাদাম রোপা আমন বপন করেছিল কৃষকরা। সেগুলোও নষ্ট হয়ে যায়। এসব ক্ষতি কাটিয়ে উঠার লক্ষ্যে সকল ধরণের বীজ প্রণোদনা দেওয়া হবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার জানান, এ বছর সবচেয়ে বেশি কৃষি প্রণোদনা এসেছে। এতে প্রায় ৫০ হাজার কৃষক প্রণোদনা পাবেন। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে কৃষি প্রণোদনা কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। ক্ষতিগ্রস্ত পারিবারিক পুষ্টি বাগান চাষিরাও কৃষি প্রণোদনা সবজি বীজ পাবেন। সে লক্ষ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //