টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ সভাপ‌তির অনুসারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের সাতজন নেতাকর্মী আহত হয়েছে। 

আজ শ‌নিবার (২৯ অ‌ক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যাল‌য়ে বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মাসুদুল হক মাসুদের পক্ষের নেতাকর্মীদের সাথে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে দলীয় কার্যালয় নিয়ন্ত্রণে নেয়। ঘটনা নিয়ন্ত্রণে এলাকায় অতি‌রিক্ত পু‌লিশ মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে। 

উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সম্পাদক সা‌হিনুল ইসলাম তরফদার বাদল ব‌লেন, ‘জেলা আওয়ামী লী‌গের স‌ম্মেলন‌কে কেন্দ্র ক‌রে উপ‌জেলা আওয়ামী লীগ ব‌র্ধিতসভার আহ্বান ক‌রে। সে মোতা‌বেক সভা চল‌ছিল। প‌রে স্থানীয় সংসদ সদস্য তানভীর তার অনুসারী‌দের নি‌য়ে দলীয় কার্যাল‌য়ে স্লোগানসহকা‌রে প্রবেশ ক‌রেন। এতে সেখা‌নে নেতাকর্মী‌দের ম‌ধ্যে বাক‌বিতণ্ডার এক পর্যা‌য়ে ধস্তাধস্তির ঘটনা ঘ‌টে। এছাড়াও সেখা‌নে উপস্থিত এম‌পির সা‌থেও কর্মী‌দের ধস্তাধস্তির ঘটনা ঘ‌টে। প‌রে জেলা আওয়ামী লী‌গের নেতা ও তার অনুসারী‌দের নি‌য়ে এম‌পি মি‌ছিলসহকা‌রে কার্যালয় থে‌কে বের হ‌য়ে যান। প‌রে পু‌লিশ এসে আমা‌দের কার্যালয় থে‌কে বের হ‌য়ে যাওয়ার জন‌্য অনু‌রোধ ক‌রেন। প‌রে আমরা কার্যালয় ছে‌ড়ে বের হ‌লে পু‌লিশ সে‌টি নিয়ন্ত্রণ নি‌য়ে নেয়।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল বলেন, ‘বর্ধিত সভা চলাকালে স্থানীয় সংসদ সদস্য তানভীরের নেতৃত্বে তার অনুসারীরা আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট শুরু করেন। এঘটনায় আমাদের ছয়জন নেতাকর্মী আহত হন।’

সংসদ সদস্য তানভীর বলেন, ‘জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য বাবলু ও উপ‌জেলা আওয়ামী লীগের সভাপ‌তি মাসুদুল হক মাসু‌দের লোকজনের কারণে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। জেলা আওয়ালী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বিষয়টি দেখেছেন। আর যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার আহ্বান জানিয়েছি।’

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের বর্ধিত সভা ছিল। সেখানে আগে থেকেই মেয়র মাসুদুলের লোকজন উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সংসদ সদস্য নেতাকর্মীদের সাথে নিয়ে সেখানে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’ 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //