দেবীগঞ্জে কবরস্থান থেকে ৪টি কঙ্কাল চুরি

পঞ্চগড়ের দেবীগঞ্জে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালগঞ্জ মাটিয়ারপাড়া এলাকার বেলপাখুড়ি কবরস্থানে চারটি কঙ্কাল চুরি হয়।

স্থানীয়রা জানান, সোমবার (৩১ অক্টোবর) সকালে প্রায় ১০টার দিকে কবরস্থানের পাশের মাঠে ছাগল বেঁধে রাখতে গিয়ে স্থানীয়রা দেখতে পান কবরস্থানের মাটি এলোমেলো। পরে কবরস্থানে প্রবেশ করে চারটি কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পান তারা। এরপর বিষয়টি তারা দেবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। স্থানীয়রা কবর চারটি ভালভাবে পর্যবেক্ষণ করে ভেতরে কোনো কঙ্কাল দেখতে পাননি। কবরগুলো ছিল লতা, সুফিয়া, ফালাতন নামে তিন নারী ও আবুল নামে এক পুরুষের। ১২-১৪ মাস আগে তাদের মৃত্যু হয়।

এদিকে লাশ চুরির সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। সবাই নিজের স্বজনদের শেষ স্মৃতিটুকু হারানোর ভয়ে শঙ্কিত।

ঘটনাস্থল পরিদর্শন শেষে দেবীগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরির খবর নিশ্চিত করেন। 

তিনি বলেন, কবরস্থান কমিটির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এই বিষয়ে জানতে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন ও ওসি (তদন্ত) রনজু আহম্মেদের মুঠোফোনে কল দিলেও তারা রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //