গোবিন্দগঞ্জে জমে উঠেছে হোসিয়ারি পল্লী

শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়ার সাথে সাথেই উত্তরের জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাটে গ্রামীণ জনপদে জমে উঠেছে হোসিয়ারি পল্লী।

শীত সামনে রেখে দেশের মোট চাহিদার এক-তৃতীয়াংশ শীতবস্ত্র হোসিয়ারি পল্লীতে উৎপাদন হয়। পাকিস্তান শাসনামলের প্রথম পর্যায়ে স্বপ্নবাজ এক যুবকের হাত ধরেই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামে মোজা তৈরি দিয়ে হোসিয়ারিশিল্পের গোড়াপত্তন হয়। কোচাশহর নামক ছোট্ট একটি এলাকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কুটির শিল্পাঞ্চলের প্রধান বিপণন কেন্দ্র।

এ বাজারটির অবস্থান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পেপুলিয়া গ্রামের নয়ারহাটে। এখানকার নয়া মিয়া সরকারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ছোট্ট বাজারটি এখন সারাদেশে শীতবস্ত্রের পাইকারি বাজার হিসেবে পরিচিতি লাভ করেছে।

নিজেদের প্রচেষ্টায় এখানকার প্রায় প্রতিটি বাড়িতে স্থাপিত ছোট ছোট কারখানার সমন্বয়ে কুটিরশিল্পের জনপদ হিসেবে স্বীকৃতি পেয়েছে এলাকাটি।

উদ্যোক্তারা জানান, উত্তরাঞ্চলের ছোট্ট এ জনপদটি এখন হাজার হাজার বেকারের কর্মসংস্থান। উদ্যোক্তাদের ভাগ্য পরিবর্তনের উজ্জ্বলতম উদাহরণ হিসেবে এ হোসিয়ারি পল্লী প্রতিষ্ঠিত।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর, কামারদহ ইউনিয়নসহ জেলায় অর্ধশতাধিক গ্রামে এসব শীতবস্ত্র তৈরির অর্ধসহস্রাধিক ছোট-বড় কারখানায় শীতবস্ত্র উৎপাদন হচ্ছে।

গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, জেলার বিভিন্ন জায়গায় কুটিরশিল্পের উদ্যোক্তারা ছড়িয়ে-ছিটিয়ে আছেন। ছোট-বড় সব উদ্যোক্তাকে সকল প্রকার সহযোগিতা দিয়ে তাদের বেকারত্বের হার কমানোর জন্য কাজ করা হচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //