জামালপুরে ভূমিদস্যুদের শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুর শহরের ছোটগড় এলাকায় যাতায়াতের রাস্তা বন্ধ করে বসতবাড়ি থেকে শতাধিক পরিবারকে উচ্ছেদের হুমকি দিয়েছে ভূমিদস্যুরা।

প্রভাবশালী ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

জামালপুর পৌরসভা ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জিয়াউল হক, হামিদ মিয়া ও ইতি বেগম।

এসময় বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালী ভূমিদস্যুরা তাদের বসতবাড়ি ও ফসলি ভূমি নামমাত্র মূল্যে ক্রয় করতে না পেরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে। নতুন কোনো বসতবাড়িও নির্মাণ করতে দিচ্ছে না।

পরে এলাকাবাসী পৌরসভার মেয়রসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //