‘দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশের মানুষ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন জেগে থাকে। যাতে দৈত্য-দানবের বিষাক্ত নিঃশ্বাস দেশকে বিষাক্ত না করতে পারে। সেই সাথে তিনি একটি সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। 

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। 

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশেই বিনা মূল্যে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের বই দেয় না সরকার। কেবল বাংলাদেশের শেখ হাসিনা সরকারই দিয়ে থাকেন।

মঙ্গলবার দুপুর ১ টায় শহরের জালালপুরস্থ অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। 

সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৭ বছর পর শেরপুর জেলার নকলা উপজেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১৫ সালে সম্মেলনের মাধ্যমে এ উপজেলার সর্বশেষ কমিটি হয়। সেই কমিটির সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আম্বিয়া খাতুন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //