ইলিয়াস আলীর স্ত্রীর গাড়িতে হামলার অভিযোগ

ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ করেছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের লিফলেট বিতরণকালে তার ওপর এই হামলা হয় বলে অভিযোগ। হামলায় তার গাড়ির কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, হামলা হয়নি, তবে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল বলে শুনেছি।

বিএনপি কর্মীরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার দয়ামীর বাজারে লিফলেট বিতরণ করতে যান তাহসীনা। কর্মসূচি শেষ হওয়ার পর তাহসীনা তার ব্যক্তিগত গাড়িতে ওঠেন।

এ সময় ছাত্রলীগের স্থানীয় কিছু নেতা-কর্মী হামলা চালিয়ে তার গাড়ির কাচ ভাঙচুর করেন। বাধা দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহ মিসবাহ আহত হন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাহসীনার গাড়িচালক দ্রুত গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে দাবি করে তাহসীনার ব্যক্তিগত সহকারী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হক।

তিনি জানান, আটক ব্যক্তিরা হলেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, ছাত্রদলের নেতা নুরুল ইসলাম ও শাহেদ আহমদ।

তবে বিশৃঙ্খলা এড়াতে দুজনকে আটকের কথা জানিয়েছে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাঈন উদ্দিন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //