বিনা পাসপোর্টে সীমান্ত অতিক্রমকালে গ্রেপ্তার ৮

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটজনকে আটক করেছে বর্ডার বাংলাদেশের (বিজিবি) একটি দল। পরে সংশ্লিষ্ট থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আজ রবিবার (২০ নভেম্বর) ভোরের দিকে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর উপজেলার লেবুতলা গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি।

আসামিরা হলেন ফরিদপুর জেলার ভাংগা উপজেলার ব্রাক্ষনপাড়া গ্রামের মানিক হাওলাদার, বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাড়ইখালী গ্রামের বেল্লাল আকন (২২), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঘোসকান্দি গ্রামের বেল্লাল শেখ (৩০), যশোর জেলার বাঘারপাড়া উপজেলার চারাভিটা গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৩৪), চায়না খাতুন (২৩), সাতক্ষীরা জেলার বলাডাঙ্গা ছয়গুরিয়া গ্রামরে আরিনা খাতুন (১৬), মাদারীপুর জেলার শিবচর উপজেলার বেহেরাতলা পূর্ব কাকাইর গ্রামের শওকত হোসেন।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক জানান, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার অপরাধে আসামিদের আটক করা হয়। পরে আসামিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা দায়েরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //