ICT Division

ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ-বিএনপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের ঘটনার বরিশালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে বরিশাল মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া পারভীন, মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মঞ্জু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

সমাবেশে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কেএম শহিদুল্লাহ, সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, আজাদ হোসাইনসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অপরদিকে, সকাল সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে একই দাবিতে প্রতিবাদ সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপি। দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবুল কালাম শাহীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, জেলা কৃষকদলের আহ্বায়ক এইচ.এম মহসিন, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ.এম তছলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু প্রমুখ।

এসময় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, সদস্য মন্টু খান, জিয়াউল হাসান সাবু, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আতাউর রহমান আউয়াল, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেখা খান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু প্রমুখ।

এদিকে, প্রতিবাদ সমাবেশ শেষে জেলা এবং মহানগর বিএনপি নেতারা নগরীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটি সদর রোডের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে জেলা ও মহানগর বিএনপির নেতারা খণ্ডখণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হয়।

এর আগে একই দাবিতে সোমবার সন্ধ্যা রাতে বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনের নেতৃত্বে নগরীতে মশাল মিছিল বের করা হয়। মিছিলটি বরিশাল-ঢাকা মহাসড়কের সিএন্ডবি সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //