সার্ভে সনদ ছাড়াই চলছিল পাথর বোঝাই ডুবে যাওয়া জাহাজ

বাগেরহাটের মোংলায় ৬০০ টন পাথর নিয়ে ডুবে যাওয়া কার্গো এম ভি মাস্টার দিদারের সার্ভে সনদ ছিল মেয়াদ উত্তীর্ণ। ২০২১ সালের জানুয়ারি মাসে এই জাহাজটি সার্ভে সনদের মেয়াদ শেষ হয়েছে। সার্ভে সনদের মেয়াদ উত্তীর্ণ অবস্থায় জাহাজ চালানোর অপরাধে এম ভি মাস্টার দিদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা রয়েছে।

এদিকে আজ শুক্রবার (২৫ নভেম্বর) সকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহীন মজিদ ডুবে যাওয়া জাহাজের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জাহাজ মালিকদের সাথে কথা বলে দ্রুত জাহাজটি বন্দর চ্যানেল থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন।

হারবার মাস্টার ক্যাপ্টেন মো. শাহীন মজিদ বলেন, ২০২১ সালের জানুয়ারি মাসে ডুবে যাওয়া জাহাজটির সনদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এর পরেও মালিক পক্ষ  জাহাজটি চালিয়েছে। এটা এক ধরণের অপরাধ। এজন্য জাহাজের মালিক মো. দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান এবং আনিসুর রহমানের বিরুদ্ধে ফিটনেস বিহীন কার্গো জাহাজ পশুর নদীতে চালানোর অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো বলেন, ডুবে যাওয়া স্থান দিয়ে সকল প্রকার নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। বন্দরের ভিটিএমআইএস সিস্টেমের মাধ্যমে ডুবে যাওয়া জাহাজের অবস্থান সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে বলেও জানান তিনি।

মোংলা বন্দরের নিয়ম অনুযায়ী চ্যানেলের মধ্যে কোন জাহাজ ডুবে গেলে জাহাজটি অপসারণের জন্য মালিক পক্ষকে ১৫ দিন সময় দেওয়া হয়। ১৫ দিনে মধ্যে যদি মালিক পক্ষ জাহাজ অপসারণ না করে, তাহলে বন্দরের পক্ষ থেকে জাহাজটিকে অপসারণ করা হয়ে থাকে।

বুধবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার তিন নম্বর অ্যাংকোরেজের লাল বয়া এলাকায় ৬০০ টন পাথর নিয়ে ডুবে যায় এম ভি মাস্টার দিদার নামের ওই কার্গোটি। এসময় জাহাজে থাকা মাস্টারসহ ১০ জন সাতরে নিরাপদ স্থানে যেতে সক্ষম হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //