‘প্রশাসনের কর্মকর্তাদের ডোপ টেস্টের আওতায় আনা দরকার’

প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের আওতায় আনা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডিপুটি স্পিকার শামসুল হক টুকু।

আজ শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে হোটেল সি গালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ধূমপান ও মাদকবিরোধী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, তরুণ প্রজন্ম মাদকের প্রধান ভুক্তভোগী। এই প্রজন্মকে রক্ষার জন্য কী করা যায়, এ নিয়ে আমাদের আলোচনা করা দরকার। ছাত্রলীগ থেকে শুরু করে মসজিদের ঈমান পর্যন্ত সবাইকে টেস্টের আওতায় আনা দরকার। ১৯৭১ সালে দেশ স্বাধীন হাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদককে হারাম বলেছে। ১৯৭৫ সালে তার হত্যাকাণ্ডের পর বাতিল করা ৫২টি মদ সরবরাহের প্রতিষ্ঠান নবায়ন করার মাধ্যমে মাদক ব্যবসা আবারো সক্রিয় হয়ে ওঠে। দেশের ৫০ থেকে ৬০ লাখ মানুষ বিভিন্ন মাদকের সাথে জড়িত রয়েছে। তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিলে দেশে মাদকের ব্যবসা অনেকটা রোধ হবে। 

এর আগে অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান।

অনুষ্ঠানে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী, সংসদ সদস্য ফখরুল ইমাম , সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //