নিষিদ্ধ ট্রাক্টরের কারণে ভেস্তে যাচ্ছে কোটি টাকার সড়ক

ইটভাটার মাটিবাহী নিষিদ্ধ ট্রাক্টরের কারণে ঝিনাইদহের মহেশপুরে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি সড়ক ভেঙে পড়ছে। একের পর এক সড়ক নষ্ট হয়ে পড়ছে। তবে তাতেও প্রশাসন রয়েছে নীরব দর্শকের ভূমিকায়। এসব নিষিদ্ধ ট্রাক্টরের চলাচলের কারণে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে উপজেলার কাঁচা ও পাকা রাস্তাগুলো। একইসাথে এসব ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।

মহেশপুর বাকোসপোতা গ্রামের ইসলাম আলী জানান, গ্রামের সড়কগুলোতে নিষিদ্ধ ট্রাক্টরের চলাচলের কারণে স্থানীয়রা নাজেহাল অবস্থায় দিন পার করছেন।

জানা যায়, মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নের সড়কগুলোতে কাঁদা পড়ে থাকার কারণে মরণ ফাঁদে পরিণত হচ্ছে। এরমধ্যে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে শব্দ দূষণে আশপাশের বাসিন্দা ও শিক্ষার্থীদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। উপজেলার সবকটি ইটভাটায় ইট, বালি, মাটি পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছে এসব ট্রাক্টর। এসব ট্রাক্টরের নেই কোনো রোডপার্মিট। তাছাড়া এসব ট্রাক্টর চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় ১৫ থেকে ২০ বছরের শিশু-কিশোররাও এসব ট্রাক্টর চালানোর সুযোগ পাচ্ছেন। যার ফলে প্রতিনিয়ত ঘটছে সড়কে প্রাণহানি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শাহরিয়া আকাশ বলেন, মাটি বোঝাই ট্রাক্টরের চলাচলের কারণে নব-নির্মিত পাকা সড়কগুলোর গুলোর ক্ষতি হচ্ছে। তারপরও আমরা কিছু করতে পারছি না। কারণ মাটি বোঝাই ট্রাক্টরগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আমাদের না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //