এবার চলে গেলো ‘রঙমালা’

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৪৮ ঘণ্টার ব্যবধানে আরো এক হাতির মৃত্যু হয়। গতকাল বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ৮৬ বছর বয়সী ‘রঙমালা’ মৃত্যু হয়।

এর আগে, গত ২৮ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় স্ট্রোক করে মারা যায় ‘সৈকত বাহাদুর’ নামের আরেকটি হাতি।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, ‘রঙমালা’র দুই কানে ক্ষতের সৃষ্টি হয়েছিল। আট মাস ধরে সেখানে ড্রেসিং করা হচ্ছিল। একপর্যায়ে বুধবার সন্ধ্যায় হাতিটি মারা যায়।

জানা যায়, দেড় বছর আগে চট্টগ্রাম শহরে চাঁদা তোলানোর সময় হাতিটি জব্দ করে সাফারি পার্কে হস্তান্তর করা হয়। এরপর তার নাম রাখা হয় ‘রঙমালা’। হাতিটি যখন পার্কে হস্তান্তর করা হয়, তখন থেকেই সে অসুস্থ।

সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি হাতিটির উন্নত চিকিৎসার জন্য পাঁচ সদস্যের ভেটেরিনারি চিকিৎসক দল গঠন করা হয়। পরে গত ২৮ ফেব্রুয়ারি হাতিটির শরীরে অস্ত্রোপচার করা হয়। গত ১ এপ্রিল আবারো হাতিটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয় এবং ভালোভাবে ড্রেসিং করানোর নির্দেশ দেওয়া হয়।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, আট মাস ধরে রঙমালাকে পার্কের বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়ার পাশাপাশি নিয়মিত ড্রেসিং করানো হচ্ছিল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //