দেবীগঞ্জে চাল আত্মসাতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গত ২৭ নভেম্বর দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ‘ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ২৫টন চাল আত্মসাতের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফেরদৌসকে আহবায়ক করে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। 

আজ রবিবার (৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

জানা যায়, দেবীগঞ্জ সদর ইউনিয়নে ২০২১-২২ সালের ভিজিডি/ভিডব্লিউবি আওতাধীন কর্মসূচির কার্ডধারী উপকারভোগীর সংখ্যা ৮৪৫ জন। তার বিপরীতে মাসে চাল বরাদ্দ পায় ২৫.৩৫০ মেট্রিকটন। গত জুলাই ও আগস্ট মাসের বরাদ্দের চাল একসাথে উত্তোলন করে এক মাসে বিতরণ করা হয়েছে এমন অভিযোগ উপকারভোগীদের। এছাড়াও দুই বছরের ভিজিডি কার্ডে ২২ মাস পার হলেও চাল পেয়েছেন দুই বস্তা। কেউ জানেন না, তার নাম ভিজিডি কার্ডের তালিকায় রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফেরদৌস বলেন, লিখিত অভিযোগ যেহেতু নেই, আমি সংবাদ প্রকাশের আগেই তদন্ত শুরু করেছি। জানতে পেরেছি সংবাদ প্রকাশিত হওয়ার পর চাল বিতরণ করেছেন। 

তদন্ত কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো চিঠি পাইনি। পেলে পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //