অবৈধভাবে সুন্দরবনে প্রবেশের দায়ে ২৩ জেলে আটক

অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে মাছ ও কাঁকড়া ধরার দায়ে ২৩ জন জেলেকে আটক করেছে বন বিভাগ। 

গতকাল রবিবার (ডিসেম্বর ১১) সকাল থেকে আজ সোমবার (ডিসেম্বর ১২) দুপুরের মধ্যে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বিভিন্ন অংশ থেকে তাদের আটক করা হয়।

বন বিভাগ বুড়িগোয়ালিনীর স্টেশন অফিসার নুর আলমের নেতৃত্বে বনকর্মীরা সাতক্ষীরা রেঞ্জের মাইটের খাল, তালপট্টি, পাগড়াতলীর চর ও আঠারবেঁকী এলাকা হতে তাদের আটক করে। এ সময় ৩টি ইঞ্জিনচালিত ট্রলারসহ ১০টি নৌকা ও জাল জব্দ করা হয়।

বন বিভাগ সূত্র জানায়, আজ (সোমবার) সকালে তালপট্টি, পাগড়াতলীর চর ও আঠারবেঁকী এলাকা থেকে ১০টি নৌকা ও ১টি ট্রলারসহ ১৭ জনকে আটক করা হয়। আটক জেলেরা সাতক্ষীরার শ্যামনগর থানার টেংরাখালী, বাগেরহাটের মংলা ও রামপাল থানার এবং খুলনার কয়রা থানার বাসিন্দা।

এর আগে গতকাল (রবিবার) সকালে সুন্দরবনের মাইটের খাল থেকে বাগেরহাটের রামপাল থানার ৬ জেলেকে আটক করে। এ সময় আটক জেলেদের ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নুর আলম জানান, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করায় জেলেদের আটক করা হয়। তাদের বুড়িগোয়ালিনী স্টেশনে নিয়ে আসা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (ডিসেম্বর ১৩) তাদের আদালতে পাঠানো হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //