রাজশাহীতে দেড়কোটি টাকার হেরোইনসহ ব্যবসায়ী আটক

রাজশাহীতে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি পঞ্চাশ লাখ টাকা। 

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৯ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার আলাতুলি মধ্যচরে (রুবেলপাড়া) অপারেশন পরিচালনা করে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মো. ফারুক মিয়াকে (৩৫) আটক করা হয়। ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর থানার আলাতুলি মধ্যচর রুবেল পাড়ার নজরুল ইসলামের ছেলে।  

জানা যায়, দীর্ঘদিন যাবত একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় পার্শ্ববর্তী দেশ থেকে মাদকদ্রব্য রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিল। পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটির সন্ধান পাওয়ার পর গোয়েন্দা দল তাদের নজরদারি করতে থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব আটক ফারুক মিয়ার বসত বাড়িতে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে জানতে পেরে সতবাড়ির চারদিক ঘেরাও করে তল্লাশি চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //