রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৩৯ পিএম
আপডেট: ২৫ ডিসেম্বর ২০২২, ০৪:৪০ পিএম
রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে মোট ১৮ জনকে আটক করা হয়েছে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (২৪-২৫ ডিসেম্বর ) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ছয়জন, তানোর থানা একজন, মোহনপুর থানা তিন পুঠিয়া থানা একজন, চারঘাট মডেল থানা দুইজন ও বাঘা থানা পাঁচজনকে আটক করে। যার মধ্যে আটজন ওয়ারেন্টভুক্ত আসামি, আটজনকে মাদকদ্রব্যসহ এবং দুইজনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
গোদাগাড়ী থানা পুলিশ নাসির আলীকে (৪৫) ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে। তানোর থানা পুলিশ আলমগীর হোসেন আলোকে (৩২) ৫ গ্রাম হেরোইনসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ রিপন সরদারকে (২৩) ১৫ লিটার চোলাইমদসহ আটক করে। ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানা এলাকা থেকে মো. জনি (২৩), সালেমা বেগম সালমা বেগম (৫২), ফেন্সি (৩২), মো. আব্দুল্লাহ (৪০) ও মিনারা বেগমকে (৪৫) ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh