কুষ্টিয়ার বটতৈল-পোড়াদহ সড়কের দোস্তপাড়া দালাল অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় মিরপুর উপজেলা আমলার সাইফুলের স্ত্রী সাথী খাতুন নিহত হয়েছেন।
আজ রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বটতৈল-পোড়াদহ সড়কের দোস্তপাড়া দালাল অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী খাতুন (৩০) মিরপুর উপজেলার আমলা এলাকার সাইফুলের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য পরিবারের অন্য সদস্যদের সাথে ইজিবাইকযোগে কুষ্টিয়া শহরের উদ্দেশে রওনা দেন সাথী খাতুন। ইজিবাইকটি বটতৈল-পোড়াদহ সড়কের দোস্তপাড়া দালাল অফিসের সামনের এলাকায় পৌঁছালে ভাঙা সড়কের কারণে চলন্ত অটো থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপরদিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের হরিপুরে ইজিবাইকের চাপায় অন্তর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া সড়ক দুর্ঘটনা নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh