গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৪:১৫ পিএম
আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২, ০৪:২১ পিএম
গাইবান্ধা থেকে অপহৃত এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব।
গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে শাকিল মিয়া (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাকিল মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার রাজস এলাকার মজিদুল মিয়ার ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার বলেন, ভিকটিম তার মা-বাবার সাথে গাইবান্ধার বাসায় বসবাস করতো। আসামি শাকিল মিয়া বিভিন্ন সময়ে তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। আপত্তিকর কথাবার্তা বলার পাশাপাশি প্রেমের প্রস্তাব দিতো। ভিকটিমের বাবা তার মেয়েকে বিরক্ত না করার জন্য শাকিলের বাবাকে অবহিত করেন। এতে শাকিল মিয়া ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে অপহরণ করার পরিকল্পনা করে। তারই ধারাবাহিকতায় গত ২৮ মে বিকালে ভিকটিম কোচিং শেষে বাড়ি ফেরার পথে দু-তিন জন সহযোগী নিয়ে শাকিল মিয়া সিএনজি অটোরিকশায় করে ভিকটিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh