কক্সবাজারে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরি হওয়া ১৯১টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২৮ ডিসেম্বর) কক্সবাজারের চকরিয়ার শপিং কমপ্লেক্স মার্কেটের নিচতলার লাইভ টেলিকম- লাইভ টেলিকম ২ ও ৩ নামে মোবাইলের দোকান থেকে এসব ফোন উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস।
গ্রেপ্তারকৃতরা হলেন- চকরিয়ার বনজাগির পাড়ার মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০) ও শহিদুল ইসলাম (১৯) এবং বরইতলী ইউনিয়নের বাণিয়া ছড়া এলাকার শাহজাহানের ছেলে তাহের।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) অলক বিশ্বাস জানান, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি দীর্ঘদিন ধরেই চোরাই মোবাইল বিক্রির সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এসবের সাথে অন্য কোনো সিন্ডিকেট জড়িত কিনা সে বিষয়টি তাদেরকে রিমান্ডে নেওয়ার পর খতিয়ে দেখা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার পুলিশ অভিযান স্মার্টফোন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh