পারিবারিক কলহের কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ইউপি সদস্য ওলিয়ার রহমান (৫৫)।
ধারণা করা হচ্ছে, গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতেই গলায় ফাঁস দেন তিনি।
নেপা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা ছিলেন ওলিয়ার রহমান।
নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সম্প্রতি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন ওলিয়ার। একইসাথে পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে বিরক্ত ছিলেন তিনি।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহত ইউপি সদস্য ওলিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে ময়নাতদন্তর জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ পারিবারিক কলহ আত্মহত্যা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh