পঞ্চগড়ের বোদা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজাহার আলী বিজয়ী হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
জানা গেছে, নৌকা প্রতীক নিয়ে আজাহার আলী ছয় হাজার ৭৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এ কে এম আখতার হোসেন হাসান নারিকেল গাছ প্রতীক নিয়ে তিন হাজার ৫৯৭ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. দিলরোজ ফেরদৌস জগ প্রতীকে পেয়েছেন ৭৮৩টি ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ দলের প্রার্থী মো. মওদুদ খান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭৩২ ভোট।
আরো জানা গেছে, ৯টি ভোট কেন্দ্রে ৪৮টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫১২ জন। বৈধ ভোট পড়েছে ১১ হাজার ৮৫২টি এবং ৩৭টি ভোট বাতিল করা হয়েছে। ভোটের মাঠে ৯টি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট, একজন বিচারিক ম্যাজিস্ট্রেট, এক প্লাটুন বিজিবি সদস্যসহ র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালনে ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পঞ্চগড় পৌরসভা নির্বাচন আওয়ামী লীগ ভোটগ্রহণ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh