পুঠিয়ায় ২ ইউপিতে নৌকার জয়

রাজশাহীর পুঠিয়ার দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) উপজেলার ভালুকগাছি ও শিলমাড়িয়া ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জিল্লুর রহমান ৯ হাজার ৯৫৮ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা একরামুল হক পেয়েছেন ৫ হাজার ২৭৬ ভোট।

অপরদিকে শিলমাড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ১২ হাজার ৩৭৯ ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী বিএনপি নেতা আবু হায়াত পেয়েছেন ৬ হাজার ৩৪৯ ভোট।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জয়নুল আবেদীন বলেন, ‘ভালুকগাছি ইউনিয়নে ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এখানে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অপরদিকে শিলমাড়িয়া ইউনিয়নেও ১৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এখানে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন পাঁচজন। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //